নিবিড় মেঘে ঢাকা তমসাবৃত আকাশ
শুভ্র চাঁদের আলোয় ভরে যায়
মেঘ সরে গেছে, মেঘের ফাঁক দিয়ে
ফুটে ওঠে সুস্পষ্ট চাঁদ আর তার দীপ্তি
রাত্রি তারার আঁচল বিছিয়ে দেয়
মৌন পরিক্রমায় পৃথিবী ঘুরে নেয়
তার নিজেকে একদিন এক রাত
রাত গড়িয়ে দিন, দিন গড়িয়ে রাত
তুমি এসে বললে, সে কি ঘুমিয়ে গেছে?
আমি চোখ থেকে তুলে নিলাম ঘুম
আমি সজাগ নয়নে তাকে দেখলাম
কারা যেন অস্পষ্ট বিন্দুতে মিলিয়ে যাচ্ছে।
2 thoughts on “মৌন পরিক্রমায়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমি চোখ থেকে তুলে নিলাম ঘুম
আমি সজাগ নয়নে তাকে দেখলাম
কারা যেন অস্পষ্ট বিন্দুতে মিলিয়ে যাচ্ছে।
স্বাপ্নিক কথা কাব্য প্রিয় কবিবন্ধু।
অনেক সুন্দর উপস্থাপন ম্যাম