মৃত্তিকা-নদী খেয়ে পারাপারের
সংযোগস্থল পাথুরে, জনাকীর্ণ
অন্ধত্বের ভাণ করে পড়ে থাকা
মানুষের দল ভিক্ষারত প্রত্যাশা
কোজাগরী চোখে আলতো ভাবে
ছুঁয়ে যায় শীর্ণ, মলিন বসবাস
সামান্য উপঢৌকনে সাজায় হাত
সদ্যবিবাহিতা এক বধূ এস্ত্যভাবে
এদিক ওদিক চেয়ে ঘাটের তোরণে
এক পা এক পা করে জলে নামে
কুলবধূদের উলুধ্বনিতে পালিত
হয় কোনো আনন্দদায়ক কুলাচার।
এক পা এক পা করে জলে নামে …
কুলবধূদের উলুধ্বনিতে পালিত হয় কোনো আনন্দদায়ক কুলাচার।
চমৎকার লিখেছেন, কবি দিদি। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল। সাথে শুভকামনা।