যাযাবর চোখ

ঝিমিয়ে গিয়েছে ক্লান্ত পৃথিবী
থর মরুভূমিতে আলো ফেলে দিশেহারা চাঁদ
চকচকে বালি ঢেউয়ের মত ছড়িয়ে যায়
দূর থেকে ভেসে আসা গান
স্বপ্নের নিবিড়ে জড়িয়ে রাখে
এমনি ভাবেই হয় কোনো মায়াবী রাত
এমনি ভাবেই স্বপ্ন দেখে কোনো যাযাবর চোখ
মেঠো বাঁশির সুর বিছিয়ে আছে আঁধারে
ক্যাকটাসের পাতায় অশরীরী বাতাস
দূরে বালির ওপর বসে থাকে সোনা ছেলে
ঘুম ঘুম চোখ মনে অনেক প্রশ্ন
অথবা প্রশ্ন কিছু নেই সব উত্তরই তার জানা

2 thoughts on “যাযাবর চোখ

  1. ঘুম ঘুম চোখ মনে অনেক প্রশ্ন
    অথবা প্রশ্ন কিছু নেই সব উত্তরই তার জানা .. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।