ফেরিওয়ালা ফেরিওয়ালা
বারেক ফিরে চাও
সোনাতলির পথটি বেয়ে
কোথায় চলে যাও।
গায়ের পথটা ভারি বাঁকা
দেখে চল তবে
আজ নিলাম না তবে কিছু
আসবে আবার কবে।
আবার আসবে যখন তুমি
আনবে কানের দুল
লাল ফিতায় রাখব বেঁধে
আমার দীঘল চুল।
মিষ্টিমুখের দুষ্ট কথায়
ভুলবে তোমার মন
মূল্য হিসেবে দেব এই না
আমার জীবন।
তোমার মুখের মিষ্টি হাসি
সোনার মতোন দামি
তার জন্য তোমার সাথে
জুটি বাঁধলাম আমি।
সুখে দুখে থাকব পাশে
ওগো ফেরিওয়ালা
যত আছে আমার মনের কথা
বলব মিটিয়ে মনের জ্বালা।
রচনাকালঃ
২১/১২/২০২০
পদ্য কবিতাটি পড়ে মনটা সেই ফেলে আসা শৈশবে ফিরে গেলো। চমৎকার।
শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন
ভাল ত লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
ভালো থাকুন সদা
ফেরিওয়ালার নিয়ে দারুণ লিখেছেন, দাদা। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত