তপতী কেমন আছে, অনেকদিন কিছুই জানি না…
আমিও কেমন আছি, তাই কি কেউ জানে?
লোকে চাঁদ ভালোবাসে নাকি জোছনা? কেউ জানলেও
জানতে পারে… তবে আমি জানি না!
তবুও আকাশে চাঁদ উঠার কোনো কমতি নেই
তবুও চাঁদের জোছনা বিতরণে কোনো কৃপণতা নেই
তপতী কি জানে..?
পুতুল বেলায় যেমন ছিলাম এখনও আমি সেই!
এখনও আমি নীরবেই হজম করি গাল বটিকা
এখনো সাক্ষী গোপাল, রোজ দেখি বাহারি নাটিকা
বদ-হজমের ভয়ে হিসাব কষি ছ’আনা, ন’আনা
তবুও….
কেউ কেউ বলতে ছাড়ে না, আমি নাকি জন্মকানা!
আমি একটি হাই- পাওয়ার চশমার কথা ভাবি
ভাবি…. ছেমার মতোন অতীন্দ্রিয় একটা কিছু
পৃথিবী যেমন সূর্যের পেছনে পেছনে ঘুরছে
আমিও তেমনি ভাবি, কেউ নিক এই আমার পিছু!
তবুও ইতিহাস বলে, প্রশ্ন থেকেই যাবে অনন্তর
জোছনা, না চাঁদ? আমি বলি,
ভালোবাসা-টালোবাসা আসলে কিছুই না.সব. ফাঁদ!
2 thoughts on “না চাঁদ না জোছনা…”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ আবেগময় প্রকাশ কবি দা
প্রশ্ন থেকেই যাবে অনন্তর
জোছনা, না চাঁদ? আমি বলি,
ভালোবাসা-টালোবাসা আসলে কিছুই না.সব. ফাঁদ!