ইছামতী নদীর ধারে ছোট্ট দুখানা ঘর
জলাঙ্গীর ঊর্মিতে ঘর দুখানা করিত যে নড়বড়
স্নান ভোজ করে ওরা ইছার জলেতে
ধান নষ্ট, বীজ নষ্ট, নষ্ট ক্ষেতের পর ক্ষেত
আরও নষ্ট জমিলার জীবন সংসার
কেড়ে নিল ওর স্বামী সন্তান এক ভাঙনে
নদীর ধর্ম এক কূল ভাঙা
অপর কূল গড়া
এই তো নদীর খেলা
জগৎ জুড়ে গেছে ভরে
ধনী দরিদ্রের ভেলা।
নিঃস্ব হয়ে বিষাদ মনে
বসে ইছার ধারে
দু দন্ড চুপ থেকে জমিলা
কাঁপছে থরথরে
বলছে কোথায় আছে ছৈল স্বামী
দেওনা ওদের ডেকে
দেখব আমি ছৈল স্বামীরে
দুনয়ন ভরে
পতিপুত্র শোকাতুরা জমিলা
বলছে বলছে বারে বারে
নিঃস্ব করে নিয়ে গেছে সব
ইছামতি আমার।
3 thoughts on “জমিলার জীবন”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রকৃতির নিঠুর পরিহাসে লাখো জমিলা'র যাপিত জীবনের গল্প।
খুব সুন্দর লেখেছেন কবি দা
শাব্দিক নিপুণতায় চয়ন।