আমায় তুমি বাইন্ধো সখা
স্বজল দুইখান চক্ষে ;
তারো অধিক বাইন্ধ্যা থুইও
সুঠাম প্রসার বক্ষে।
কিড়া কাইটা কওগো সখা
যাইবানা দূর পানে ;
বাহুর বান্দন শক্ত কইরা
রাখবা ওই পরাণে।
নয়ন তারায় আসন তোমার
পিঞ্জিরাতে থাইকো ;
পরবাসী মনটারে তাই
হিয়ার খাঁচায় রাইখো।
5 thoughts on “আলিঙ্গনের কাব্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন হোক আনন্দময়। ফুলেল শুভেচ্ছা দাম্পত্য জীবনের প্রতিটি স্তরে।
Very romantic writen
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল কবি আপু
আপনার লেখা খুব ভাল।
আনন্দময়
অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখকদের।