বীরের জননী

বাংলার ধ্বংস লীলা
আর অন্যায় অবিচার দেখে
বসে আছো তুমি
মনে হয় তুমি আমার সন্তান না
কেন মা এ কথা বলছো
আমার সন্তান কাপুরুষ বা ভীতু হতে পারে না
আমি নির্ভীক সন্তানের জননী
যে তার মাকে রক্ষা করবে অন্যায় অনিয়ম হাত থেকে
জোর করে মাকে অন্যরা ভোগ দখল করতে চাইলে
বাঁধা দেবে
মাকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করবে।

ধর মা আমি তোমাকে রক্ষার্থে
শত্রুর আক্রমণে প্রাণ উৎস্বর্গ করলাম
তাহলে মা তুমি মুক্ত হয়ে কি করবে?
ওরে খোকা তুই শোন
আমার এক সন্তানের বিনিময়ে
আমার অনাগত সন্তানের নিরাপত্তা চাই
মুক্তি চাই, মুক্তি
আর যেন আমাকে রক্ষার জন্য
কাউকে জীবন দিতে না হয়
যাতে আমার অনাগত সন্তানের নিরাপদে
আমার কোলে ভালো ভাবে বিচরণ করতে পারে
যেন সকল কাজ তাদের মতামত দিতে পারে
যেন তারা হয় না আর অধিকার থেকে বঞ্চিত
দেখে না যেন সূর্যের বলয় গ্রাস
মায়ের সম্মুখে সন্তানের লাশ এটা হৃদয় বিদারণ কাজ
তবুও আমাকে রক্ষার্থে তোমাকে যেতে হবে
আমার আগত সকল সন্তান বীর
কাপুরুষ নয়
আমি বীরের জননী
আমি বীরের জননী।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “বীরের জননী

  1. শুভেচ্ছা সহ শুভ সকাল প্রিয় কবি মি. জাহাঙ্গীর আলম অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল সতত প্রিয় কবি 

      ভালো থাকুন সদা 

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।