অসাম্প্রদায়িকতা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি হোক আমাদের লক্ষ্য

223

সাম্প্রদায়িকতা এক দুরারোগ্য ব্যাধি। এই ব্যাধির জীবানু জাতির জীবনে গভীরে প্রোথিত। শুধুমাত্র আইন-শৃঙ্খলার কঠোরতার মধ্যেই এর সমাধান-সূত্র নেই। তরুন শিক্ষার্থীরাই হল দেশের সবচেয়ে আদর্শপ্রবণ, ভাবপ্রবণ অংশ। ছাত্র-সমাজই দেশের ভবিষ্যৎ, জাতির কান্ডারী। তাদের মধ্যে অফুরাণ প্রাণশক্তি। পারস্পরিক শ্রদ্ধার মনোভাব, আন্তরিক মেলামেশা, ভাবের আদান-প্রদানের মধ্য দিয়ে অভ্যুদয় হবে এক নতুন প্রজন্মের। এরই মধ্য দিয়ে ছাত্ররা নতুন করে অনুভব করবে মানবতার উদার মহিমা। গড়বে মহামিলনের মন্ত্র। ছাত্রাবস্থায়ই সাম্প্রদায়িকতার রাহু মুক্তির শফথ নিতে হবে। সম্প্রীতির মহাব্রত অনুষ্ঠানের তাদেরই হতে হবে প্রধান পুরোহিত। শুধু পরীক্ষায় কৃতকার্য হওয়া নয়, সুকুমার বৃত্তিগুলো যথাযথ বিকশিত করতে হবে তবেই শিক্ষার পূর্ণতা, সার্থকতা। মনুষত্বের অধিকার অর্জনই হোক প্রতিটি শিক্ষানুশীলনের পরম প্রাপ্তি। শিক্ষার নিবেদিত প্রাঙ্গণে নতুন করে উপলব্দি করতে হবে সবার উপরে মানুষ সত্য, তবেই মানুষে মানুষে প্রীতি-বন্ধন সৃষ্টিতে হবে শেষ কথা।

সমাজবদ্ধ মানুষ নানা ধর্ম সম্প্রদায়ে বিভক্ত। কিন্তু ধর্ম ও সাম্প্রদায়িকতা এক নয়। সকল ধর্মের মূল কথা – প্রেম, মৈত্রি, শান্তি ও সম্প্রীতি। কিন্তু বর্তমান সামাজিক বা রাষ্ট্রীয় পর্যালোচনা করলে দেখা যায় সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলে সৃষ্টি হচ্ছে সন্ত্রাসবাদ, ধর্মীয় উগ্রতা। আমরা সবাই জানি মানুষ সৃষ্টির সেরা জীব। তাই আমাদেরকে হতে হবে মানবতাবাদী। ধর্মীয় সাম্প্রদায়িকতা যেন সমাজের জন্য অমঙ্গল হয়ে দেখা না দিতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

সাম্প্রদায়িক ভেদবুদ্ধি যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সমাজ প্রগতির পথকে রুদ্ধ না করতে পারে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। কারণ কোনো ধর্ম, কোন আদর্শই পৃথিবীতে এ সর্বনাশা ভেদবুদ্ধিকে সমর্থন করে নি। পবিত্র কোরআনে বলা আছে” ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই”।

গতিশীল জীবনে সমাজ উন্নয়নের চাবিকাঠি প্রগতির পথ পাড়ি দিতে আমাদরকে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হতে হবে। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে সামজিক জীব হিসেবে আমাদেরকে সর্বোৎকৃষ্ট সমাজ গঠনের দৃষ্টান্ত করতে হবে। আমাদের জাতীয় জীবনে গঠনমূলক কাজের উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করতে চাষি, জেলে, কামার, কুমার, মুচি, ডোম এবং ধনী-গরীব সকলকে কাঁধ মিলিয়ে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে জাতির উন্নয়নের জন্য গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।

” জগৎ জুড়িয়া এক জাতি আছে/ সে জাতির নাম মানুষ জাতি।
এক পৃথিবীর স্তন্যে লালিত/ একই রবি শশী মোদের সাথী। ”

কবির এই ছন্দের ভাবার্থ সঠিক উপলব্দি করতে পারলেই তবে সমাজ থেকে বৈষম্য দূর হবে।

টমাস পাইল বলেছেন- ‘ পৃথিবীটা আমার দেশ, সমস্ত মানব জাতি আমার ভাই এবং সবার ভালো করাই আমার ধর্ম’। এই নীতি সৃষ্টি করুন দেখবেন আপনার সাথে সাথে সমাজের নীতিবাচক কোলাহলও পাল্টে গিয়েছে।

ধর্মভেদ, বর্ণবেদ, সাদা-কালোর দম্ভ ধ্বংস করে জীবনে সঠিক শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার ক্রমবিকাশের মাধ্যমে সামাজিক সম্প্রীতি তথা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেই পৃথিবীতে শান্তি ও প্রগতি স্থাপন সম্ভব।

” হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুৃষ
পরিত্রাণ করো ভেদচিহ্নের তিলক পরা/ সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে”।

কবির উক্ত লাইনের মর্ম হৃদয়ের আঙিনায় রোপণ করে সর্বজনীন চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করে সুপ্রতিষ্ঠিত করতে পারলেই আমরা বিশ্বের বুকে একটি সভ্য ও আদর্শ জাতি হিসেবে স্বীকৃতি পাবো।

অবশেষে কবি নজরুলের কন্ঠে উচ্চারিত-
” হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞেস কোন জন
কান্ডারী! বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মোর’।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “অসাম্প্রদায়িকতা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি হোক আমাদের লক্ষ্য

  1. পারস্পরিক শ্রদ্ধার মনোভাব, আন্তরিক মেলামেশা, ভাবের আদান-প্রদানের মধ্য দিয়ে অভ্যুদয় হোক এক নতুন প্রজন্মের। কেননা এখানেই আমাদের ভরসা। অন্যথা নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।