নিজের স্ত্রীকে দিয়ে উমর
করায়ছ দায়ের কাজ
তার জন্য তুমি উমর
পাওনি কভু লাজ।
আমজনতার নিয়েছ খবর
গভীর রাতে ঘুরে
কার আছে কিসে অভাব
দিয়েছ তা পুরে।
প্রহরীবিহীন সম্রাট উমর
চলছে উষ্ট্রের পিঠে চড়ি
একমাত্র ভৃত্য তােমার চলে
উষ্ট্রের রশি ধরি।
ভৃত্য চড়ে উষ্ট্রের পিঠে
উমর ধরে রশি
সম অধিকার দিয়ে চলে
দৃপ্ত পায়ে গগনের শশী।
সদা তোমার বলিষ্ঠ কন্ঠ
কাফেররা পেতে ভয়
কাবা সম্মুখে পড়িল নামাজ
রাসূলে মান সমুন্নত রয়।
খুব সুন্দর লাগল কবি দা
শুভকামনা রইল সতত প্রিয় কবি
শুভকামনা
খুব ভালো লাগলো
দারুণ মন্তব্য
শুভকামনা রইল সতত
ভক্তিপূর্ণ লিখাটি পড়লাম। নতুন বছরে একরাশ শুভকামনা রইলো আপনার জন্য।
সত্যি অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত প্রিয় কবি