বীরবাহু উমর পর্ব -২

নিজের স্ত্রীকে দিয়ে উমর
করায়ছ দায়ের কাজ
তার জন্য তুমি উমর
পাওনি কভু লাজ।

আমজনতার নিয়েছ খবর
গভীর রাতে ঘুরে
কার আছে কিসে অভাব
দিয়েছ তা পুরে।

প্রহরীবিহীন সম্রাট উমর
চলছে উষ্ট্রের পিঠে চড়ি
একমাত্র ভৃত্য তােমার চলে
উষ্ট্রের রশি ধরি।

ভৃত্য চড়ে উষ্ট্রের পিঠে
উমর ধরে রশি
সম অধিকার দিয়ে চলে
দৃপ্ত পায়ে গগনের শশী।

সদা তোমার বলিষ্ঠ কন্ঠ
কাফেররা পেতে ভয়
কাবা সম্মুখে পড়িল নামাজ
রাসূলে মান সমুন্নত রয়।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “বীরবাহু উমর পর্ব -২

  1. ভক্তিপূর্ণ লিখাটি পড়লাম। নতুন বছরে একরাশ শুভকামনা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. সত্যি অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত প্রিয় কবি 

মন্তব্য প্রধান বন্ধ আছে।