ঘুরতে ঘুরতে একুশ এলো
আবার তবে মোদের দ্বারে,
বরণ করো, সবাই দেখি
সালটি এবার কি দেয় কারে ?
দেখো সবে নতুন সুরুজ
নীল আকাশে ওই যে দূরে,
আজ যে তারি মিঠা রোদে
ভরেছে জগ উজ্জ্বল নূরে।
প্রেম প্রীতিতে ভরো সবে
গরীব দুখী সবার তরে,
কেউ যেন আর রয় না দুখী
মহামারির ভয়াল ডরে।
গত সালের কতো অসুর
কষ্ট দিলো সকল মনে,
এ সাল যেন কাটে ভালো
আনন্দ দেয় সর্ব জনে।
প্রভুর কাছে দোয়া মাগি
থাকি সবাই আরো ভালো,
সব হৃদয়ে জন্মুক অনেক
ভালোবাসা ও প্রেম আলো।
মাত্রাবিন্যাসঃ স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+৪
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
Eনতুন বছর হোক মানবের জন্য সুস্থ ও সুন্দর । শুভেচ্ছা ও ভালোবাসা ।
আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।
সব হৃদয়ে জন্মুক অনেক ভালোবাসা ও প্রেম আলো। শুভ হোক নতুন বছর প্রিয় কবি।
এভাবে বার বার আসুক কবি দা অনেক শুভেচ্ছা রইল
আপনার কবিতার মাধ্যমে আপনাকে-সহ শব্দনীড় পরিবারের সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।