বীরবাহু উমর পর্ব -৩

তোমার অভয়ে মুয়াজ্জিন দিতে
মধুর সুরে আজান
তাই না শুনে নিখিল বিশ্ব
করতো স্রষ্টার জয় গান।

দ্বীনের পথে দিয়েছ তুমি
অঢেল ধন সম্পদ
তার জন্য পেয়েছো উমর
রাসূলের মহব্বত।

তুমি তো ছিল উমর আল্লাহর
রাসূলের দক্ষিণ বাহু
তার জন্য নিধন করতে পেরছো
ইসলামের সকল রাহু ।

নিজের জীবনের চেয়ে তুমি
রাসূলে বাসিত ভালো
ধর্ম গ্রহণের আগের জীবন
ছিলো তোমার কালো।

ইসলামের রাহু বিনাশ করতে
উদ্ধত উমরের শমশের
কভু উমর তোমার কাজে হতো না
কোনো হেরফের।

রচনাকালঃ
২৯/১১/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “বীরবাহু উমর পর্ব -৩

    1. চমৎকার মন্তব্য করার জন্য  ধন্যবাদ 

      শুভকামনা রইল সতত 

  1. দ্বীনের নবীর জয়গান নিয়ে অসাধারণ এক উপমা! 

    শুভকামনা থাকলো দাদা। 

    1. হুম ঠিক বলেছেন কবি 

      সত্যি অসাধারণ  মন্তব্য করেছেন 

      শুভকামনা রইল সতত 

মন্তব্য প্রধান বন্ধ আছে।