তোমার অভয়ে মুয়াজ্জিন দিতে
মধুর সুরে আজান
তাই না শুনে নিখিল বিশ্ব
করতো স্রষ্টার জয় গান।
দ্বীনের পথে দিয়েছ তুমি
অঢেল ধন সম্পদ
তার জন্য পেয়েছো উমর
রাসূলের মহব্বত।
তুমি তো ছিল উমর আল্লাহর
রাসূলের দক্ষিণ বাহু
তার জন্য নিধন করতে পেরছো
ইসলামের সকল রাহু ।
নিজের জীবনের চেয়ে তুমি
রাসূলে বাসিত ভালো
ধর্ম গ্রহণের আগের জীবন
ছিলো তোমার কালো।
ইসলামের রাহু বিনাশ করতে
উদ্ধত উমরের শমশের
কভু উমর তোমার কাজে হতো না
কোনো হেরফের।
রচনাকালঃ
২৯/১১/২০২০
আলহামদুলিল্লাহ। শুভ সকাল প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল সতত
চমৎকার এক ছন্দময় প্রকাশ কবি দা
শুভকামনা রইল
চমকপ্রদ কথার সমারোহ ।
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল সতত
দ্বীনের নবীর জয়গান নিয়ে অসাধারণ এক উপমা!
শুভকামনা থাকলো দাদা।
হুম ঠিক বলেছেন কবি
সত্যি অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত