আত্মসমর্পণের পরে অস্ত্রাঘাত কাপুরুষতা
শ্রেষ্ঠত্ব যা জাহির করার ছিল করেছ
আমরা পরাজিত, পীড়িত।
এইবার থামাও তোমার ভয়াল হুংকার
এইবার থামাও তোমার নখের তাণ্ডব
শান্ত হও
শান্ত হও।
তোমার পরাক্রম স্বীকার করে নিচ্ছি
স্বীকার করে নিচ্ছি তোমার প্রতাপ।
আমরা নাকে খত দিচ্ছি
আমরা মাথা নত করে নিচ্ছি।
এইবার দয়া করো
এইবার দয়া করো।
অনেক ধ্বংসের সাক্ষী হয়েছ
তোমার প্রতাপ লাশের হিমালয় ছুঁয়েছে
আর কত! আর কত লাশ চাইবে বলো!
করোনা, এইবার করুণা করো
এইবার হৃদয় আদ্র করো, পীড়িতের
চিৎকারে বাতাস ভারী হচ্ছে
কবরের পর কবর, লাশের পর লাশ।
করোনা, আমরা পরাজিত, আর আঘাত
করো না। রহম করো, দয়া করো।
তোমার হৃদয়ে মানবতা জেগে উঠুক
তুমি ক্ষমাশীল মানুষে পরিণত হও।
করোনা, আমরা পরাজিত, আর আঘাত
করো না। রহম করো, দয়া করো।
তোমার হৃদয়ে মানবতা জেগে উঠুক
তুমি ক্ষমাশীল মানুষে পরিণত হও।
অনন্য প্রকাশ
ভালো লাগলো আমার
বেশ ভাবনাময় কবি দা
আসলে এই করোনাভাইরাস কিন্তু আমাদের অনেককিছু শিখিয়ে দিলো। বিশেষ করে আমাদের জীবন চলার সুন্দর ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছে। এই করোনাভাইরাসের কারণে আমাদের আগের বদভ্যাসগুলি ছাড়তে পেরেছি।
শুভকামনা থাকলো, শ্রদ্ধেয়।