নববর্ষ-বরণ 2021
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
প্রতিদিনের মত আজো সূর্য উঠেছে। শীতের কুয়াশা সরিয়ে উঁকি দিয়েছে উজ্জ্বল রোদ। কিন্তু অন্য যে কোনো দিনের চাইতে আজকের ভোরের আলোতে যেন বেশি মায়া মাখানো। যেন নতুন স্বপ্নের কথা বলছে। বলছে, সামনের দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময়তা ছড়িয়ে যাবে দেশে, পৃথিবীতে। আশাজাগানিয়া সূর্যকিরণ যেন সে দ্যুতিই ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকের প্রাণে, মনে।
আজ ২০২১ সালের প্রথম দিন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সারা বিশ্বের কোটি কোটি মানুষের মত আমরাও আমাদের অগণিত পাঠকদের জানাই ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক–এই প্রত্যাশা।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে/তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ। নতুন বছরটি যেন প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। রাজনৈতিক হানাহানি থেমে গিয়ে যেন আমাদের প্রিয় স্বদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।
গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের।
রাজনৈতিক সহিংসতা, নানা দুর্যোগ-দুর্ঘটনা আর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ হলো ইংরেজি ২০২০ সাল। মহাকালে মিলিয়ে গেল আরেকটি ঘটনাবহুল বছর। এলো নতুন বছর ২০২১- সারা বিশ্বের মানুষ আনন্দ-উল্লাস করে পালন করছে এই নতুন বছরের শুরুর ক্ষণটিকে বর্ষ-বরণ হিসাবে।
বর্ষ-বরণ 2021
নতুন বছরের প্রথম কবিতা
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
নতুন বছর নতুন আলোয়
খুশিতে ভুবন ভরা।
আসুক আলোক ঘুচুক আঁধার
শোক তাপ গ্লানি জরা।
নতুন বছর নতুন আলো
মুছুক যত মনের কালো
দিনটি সবার কাটুক ভালো
এসো এসো সবে ত্বরা,
মধুর লগনে সবাকার সনে
খুশিতে নাচবো মোরা।
নতুন বছর নতুন দিনে
খুশিতে ভরা প্রাণ,
নতুন আলোয় নতুন সুরে
নতুনের আহ্বান।
তরুশাখে ডাকে পাখি
কিচিমিচি ডাকি ডাকি
রবি সোনা রং মাখি
পূরবেতে দৃশ্যমান।
তরুর শাখে পাখিরা ডাকে
প্রভাত পাখির গান।
নতুন বছর নতুন দিনে
খুশিতে ভরা প্রাণ।
প্রভাত রবি ছড়ায় কিরণ
মেঘে মেঘে রং লাগে,
রাখাল সুরে বাজায় বাঁশি
চিত্তে পুলক জাগে।
অজয় নদীর চরে
সোনাঝরা রোদ ঝরে
দেখি রাঙাপথ ধরে
আসে বধু কলসী কাঁখে,
কু ঝিক ঝিক রেলগাড়ি ধায়
বেলা বারোটার আগে।
নতুন রবি ছড়ায় কিরণ
মেঘে মেঘে রং লাগে।
শুভ ইংরেজি নববর্ষ ২০২১।