আমি তো কোনো কিছুতে করি না ভয়
অন্যায়কারী পদতলে পিশায়ে মারি
সমালোচনা করি সম্মুখে
যদি আমার মাথায় মেশিন গান লাগানো থাকে
করি না তো আমি এই ধরার শত্রুর ভয়
যদি তাতে আমার মৃত্যু লেখা না রয়।
করি আমি এটাই ভয়
না যেন মৃত্যু অতি সহজ না ধরে আমায়।
যদি মৃত্যু আমায় স্বল্পকালে ধরে
দৃষ্টির অগোচরে রবে কত দেশ বিদেশ
আর কত কত রাজধান
বাকি রবে আর কত অজানা জ্ঞান
হবে না তো আমার স্বপ্ন পূরণ
কচি স্বপ্ন গুলো নিমেষেই পড়বে ঝরে
দেখবে না আলোর মুখ আমার নয়ন দিয়ে
ভেসে বেড়াবে শূন্য হাওয়ায়
কোনো স্থান পেয়ে।
হে সৃজনকারী,
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
বিচরণের সুতো দীর্ঘ করো
আমি যেন আমার জীবনের অভিযান
করতে পারি পূরণ শুদ্ধ ভাবে।
আমি সেটাই করি ভয়
যেথায় আমার মৃত্যু লেখা রয়।
যদি আমি জানতে পারতাম
কবে শেষ হবে আমার এই ধরার বিচরণ
তবে সব আমি সাজিয়ে রাখব
কিন্তু সাজাবো না আমি বিষন্ন মন।
মৃত্যু বড় পাশবিক
অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে
তাই আমি করি মৃত্যুকে ভয়
কঠিন মৃত্যু না যেন আমার না হয়।
যেহেতু আমি জীব
যতই করি ছলচাতুরী
পাব না তো রক্ষা তার কবল থেকে।
ওহে মৃত্যুর মালিক
তোমার কাছে আমার করজোড়ে এই নিবেদন
মৃত্যুকে আমি করি ভয়
সহজ মৃত্যু দিয়ে আমাকে ধরাতে থেকে করো ক্ষয়।
রচনাকালঃ
২০/০৮/২০২০
সরল স্বীকারোক্তি। জীবন মূল্যবোধের শব্দ গুলোন হৃদয়ে রাখার মতো।
শুভ সকাল প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন সদা
অসামান্য একটি লেখা।
শুভকামনা রইল সতত প্রিয় কবি
ভালো লাগল মন্তব্য পেয়ে