ভালুক বৃত্তান্ত

ভল্লুকের খেলা দেখাতে নগরে এসেছে
নতুন গাড়োয়ান। মাথায় পাগড়ি আর
শশ্রুমণ্ডিত আলখেল্লা দেখে পিছু ছুটছে
শিশুরা।
ঝুলোর ভেতর কি!
ঝুলোর ভেতর কি!
বলতে বলতে অনুসরণ করছে কয়েকটি
ভবঘুরে কুকুর।
.
একটি রুগ্ন বেড়াল বসে আছে পথে।
রাজাকারমুত্র গায়ে মেখে ঘাস খেতে
এসেছিল যে সদ্য-প্রবীণ ছাগল-
সে’ও মুখ লুকোচ্ছে ; নিজেকে আড়াল করে নিতে।
.
সার্কাস চলছে….
একটি টিকটিকি তাড়া করছে কাকগুলোকে।
গাড়োয়ান নিজেই বলছে আনমনে,
কে তোমায় ঈর্ষা করবে! তুমি তো বন্য সরীসৃপ
উৎসমূলে অন্ধকার ঢেলে,
. সাজো তস্কর,
. কেড়ে নাও মানুষের দ্বীপ।

.
√ নিউইয়র্ক, ০৬ জানুয়ারি ২০২১ বুধবার।

2 thoughts on “ভালুক বৃত্তান্ত

মন্তব্য প্রধান বন্ধ আছে।