আমি তো উপন্যাসিকের সেই উপন্যাসটা
যেথায় উপন্যাসিক সযত্নে লেখে
সুখী মানুষের সুখের কথা
আর দুঃখী মানুষের দুঃখের কথা।
আমি তো প্রেমিকার অপ্রয়োজনীয়
ডায়েরির সেই কষ্টের পাতাটা
যে ডায়েরির পাতার নেই কোনো প্রয়োজন
শুধু অবহেলা আর অবহেলা।
আমি তো নিঝুম দুপুরে তৃষার্ত পথিকের
জল পানের সেই দৃশ্যটা
যা তৃষার্ত পথিকের জন্য আনন্দদায়ক।
আমি তো বর্ষাকালে প্রকৃতির
কদম আর কেয়া ফুলের মনোরম
সেই পরিবেশটা যা অনন্য ঋতু।
আমি তো সেই উদ্বাস্তু মানুষ গুলোর
নির্মম নিষ্ঠুরতম প্রহর গুলো
যা তাদের সতত কাঁদায় ।
আমি তো সেই শ্রমিক আন্দোলনের
নির্যাতিত নিপীড়িত মানবটা
যে শুধু মালিক শ্রেণির দ্বারা
শোষিত শোষিত শোষিত।
রচনাকালঃ
০১/০১/২০২০
দারুণ হয়েছে…
শুভকামনা রইল প্রিয় কবি
ভালো থাকুন সদা
সুন্দর উপলব্ধিতে মনমাতানো লেখা। শুভকামনা থাকলো।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ প্রিয় কবি
শুভকামনা রইল সদা
বেশ দ্রোহের প্রকাশ কবি
শুভকামনা রইল
মুগ্ধকর লেখা , মুগ্ধ হলাম,
শুভকামনা রইল নিত্য প্রিয় কবি
শুভকামনা রইল
এক্সিলেন্ট কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।