বেশ তো আছি নিজেকে নিয়ে
একাকিত্বের মাঝে খুঁজে পাই নিঃসঙ্গ আকাশ
বেদনায় কেটেছে কত রাত
একা শুধু একা!
চাঁদ একাই ঘুরে পৃথিবী ঘিরে
এইতো মাটির প্রতি ভালোবাসার টান।
বৃষ্টির সাথে দোসর হয়ে কাঁদি একা
কাউকে কান্নার দোসর বানাইনি।
অশ্বত্থ গাছটি একাই দাড়িয়ে আছে
অবজ্ঞা অবহেলার শতবর্ষ পিছে ফেলে
অশ্বত্থের কাছে বাঁচতে শিখেছি
একা শুধু একা!
আগ্নেয়গিরি জ্বলে একা
নিজেকে পুড়িয়ে শুদ্ধ করে ধরা।
আগ্নেয়গিরির কাছে জ্বলতে শিখেছি
হৃদয় টাকে শূন্য করেছি পুড়ে
নেই কারও বাস হেথা।
বিষন্ন আকাশে একাই উড়ে চলে মেঘ
সন্ন্যাসী মনপাপিয়া উড়ে বেড়ায়
একা শুধু একা!
বেশ তো আছি নিজেকে নিয়ে
সব ভালোবাসা শ্মশানের চিতায় ঢেলে।
10 thoughts on “বেশ তো আছি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এই ভাবেও ভালো থাকা যায়। আমি মনে করি অনেক ভালো থাকা যায়।
কবিতায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি। ধন্যবাদ।
নিরন্তর ভালোবাসা জানবেন প্রিয় মুরুব্বি ।
সুন্দর ও চমৎকার প্রকাশ। মুগ্ধতা অপরিসীম।
আন্তরিক ধন্যবাদ
খুব সুন্দর লিখেছেন…
অজস্র ধন্যবাদ
এ এক দারুণ কবিতা! শুভকামনা থাকলো।
ধন্যবাদ নিরন্তর
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
হার্দিক ধন্যবাদ