আপনিও বিজয় দিবস পালন করেন। স্বাধীনতা
দিবসে উল্লাস করেন। আরেকজন মানুষও
একই কাজ করেন।
কিন্তু – ১৯৭১ এর মৌলিক অনেকগুলো
বিষয় নিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুর ভূমিকা
নিয়ে, স্বাধীনতা সংগ্রামে শহিদের সংখ্যা নিয়ে,
একাত্তরের মূলনীতি নিয়ে কেউ যখন ‘সাবজেক্ট
অব ডাউট’ প্রকাশ করে- তখন আপনি খামোশ
থাকেন। কিছুই বলেন না। মীন মীনে ছাগলের
মতো চোখ ঘুরিয়ে কাঠাল পাতা ( পড়ুন,দেশের
মুক্তিযুদ্ধ লব্ধ ফসলের কোটি কোটি টাকা)
ভক্ষণ করতে থাকেন।
আর ওই যে আরেকজন লোক, সেই লোকটি তীব্র প্রতিবাদ করে।
আওলাদে রাজাকারের জিভ ছিঁড়ে ফেলার হুংকার দেয়।
আর্কাইভ ঘেঁটে দলিল দস্তাবেজ নিয়ে চ্যালেঞ্জ
ছুঁড়ে দেয়।
তার আর আপনার মাঝে এখন পার্থক্য টা
ধরতে পারছেন?
বুঝা গেছে বিষয় টা?
না – মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায় নি।
মুক্তির সংগ্রাম, যুক্তির সংগ্রাম শেষ হয় না।
.
© নিউইয়র্ক / ২৫ জানুয়ারি ২০২১
সংগ্রাম কখন শেষ হয় না কবি দা
বুঝা গেছে বিষয় টা।
না – মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায় নি।
মুক্তির সংগ্রাম, যুক্তির সংগ্রাম শেষ হয় না।