আমি দুর্বার, আমি দুর্বার
আমি সব অন্যায় অবিচার ভেঙে করি চুরমার।
আমি মানি তো না কারো কালো আইন
যদি আমার সামনে থাকে ভয়ানক মাইন।
আমি তো শূচি শুদ্ধ পাখি চাতক
আমায় বলতে পারে না কেউ ঘাতক।
আমি তো অশনি সংকেতের ঝংকার ধ্বনি নয়
করি পদতলে নিষ্পেষিত অসুর দৈস্য হায়েনায়।
রচনাকালঃ
২৭/১২/২০২০
আমি তো অশনি সংকেতের ঝংকার ধ্বনি নয়
করি পদতলে নিষ্পেষিত অসুর দৈস্য হায়েনায়।
শুভকামনা রইল কবি