হাজার বছর পথ চলা কি? ভাবে শেষ হলো
পাখির কলরব জানলো না- বুঝল না মায়াময়!
অথচ পদধূলি ঘ্রাণটা এখন আকাশ মুক্ত!
ধোঁয়াটা ঘরবন্দী দক্ষিণা জালানাটাও মাটময়;
তবুও সাদা মেঘ শুধু আকাশ জুড়ে ঘনঘটা,
হৃদয়ের বাঁকে ছবিটা রঙিন যেন সোনালি মাঠ।
যে দিকে দৃষ্টি পাত সমুদ্র জল কিনারা শূন্য
প্রণয়ে ব্যথার তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নাড়া দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।
২৩ মাঘ ১৪২৬, ০৬ ফেব্রুয়ারি ২১
——————————–
সমুদ্র জলে প্রণয়ের তরী চলছে- না ফেরার দেশে
অতঃপর বিবেকের এতটুকু নাড়া দিলো না
যেখানে আছে পদধূলি- সেখানেই থাক।
জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভালোলাগা আকাশসম।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
মহী দা অশেষ ধনবাদ জানাই
খুব সুন্দর লেখা
শুভকামনা রইল
অশেষ ধন্যবাদ কবি দা
ভালো লিখেছেন ভাই।
অনেক দিনপর কবি দা অনেক ধন্যবাদ জানাই ভাল থাকবেন