এই পৃথিবী কার

gggt

যেই ধরাতে আমরা থাকি
ধরিত্রীটি কার ?
এ পৃথিবীর আকাশ মাটি
সব কিছুই তাঁর।

ওই যে দেখো গগন তলে
উড়ছে কতো পাখি,
ওদের ভাষা ক’জন বুঝে
কী বলে সদা ডাকি ?

লক্ষ প্রাণী এই ভবেতে
কে পাঠালেন ভবে ?
কিসের লাগি মোদের আসা
চিনতে তাঁকে হবে।

সকাল সাঁজে মাথা ঠেকাই
আমরা যার তরে,
তাঁর কী ঠেকা গ্রাহ্য করি
না করি কিছু ডরে।

তিনি মহান তাঁর দয়াতে
রই গো ভালো যাতে,
এই জীবন বা সে মরণ
সবই তাঁর হাতে।

গাছের পাতা জপে তসবি
আমরা কোন ছার,
তাঁরে চিনতে চেষ্টা নাই
অতো ক্ষমতা যার।

মাত্রাবিন্যাসঃ মাত্রবৃত্ত : ৫+৫ / ৫+২

6 thoughts on “এই পৃথিবী কার

  1. গাছের পাতা জপে তসবি
    আমরা কোন ছার,
    তাঁরে চিনতে চেষ্টা নাই
    অতো ক্ষমতা যার। 

     

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আপনার কবিতা মানে আমার কাছে মুগ্ধকাড়া কিছু পঠন। শুভেচ্ছা জানবেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।