গাছের মগ ডালে পাখি বাঁধে নীড়
শত্রুরা ভয়ে কাপে দেখে বীর।
ফুলের জন্য মানবের আছে ভালোবাসা
অস্ত্রর খেল জীবকে করে নিরাশা।
নিন্দা হলো নিন্দুকের কাজ
আছে কি তার চক্ষু লাজ।
যে ব্যক্তি কর্মবিমুখ
কস্মিনকালে পাবে না সুখ।
যে করবে সুখের আশ
সেই পড়বে দুখের ফাঁস।
নবজাতকের জন্য মায়ের অন্তরে আছে মায়া
অন্নবিহীন উদর দুর্ভিক্ষে পড়ে আছে কায়া।
————–
রচনাকালঃ
২৯-০৬-২০২০
নবজাতকের জন্য মায়ের অন্তরে আছে মায়া
অন্নবিহীন উদর দুর্ভিক্ষে পড়ে আছে কায়া।
অমিয় ধ্রুব বাণী।
অনবদ্য মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত।
বাস্তব কথা দিয়ে সাজিয়েছেন কবিতাটি…
শুভকামনা রইল সদা
বেশ ভাবনাময়
শুভকামনা রইল সতত