জীবনের অংশ

গাছের মগ ডালে পাখি বাঁধে নীড়
শত্রুরা ভয়ে কাপে দেখে বীর।

ফুলের জন্য মানবের আছে ভালোবাসা
অস্ত্রর খেল জীবকে করে নিরাশা।

নিন্দা হলো নিন্দুকের কাজ
আছে কি তার চক্ষু লাজ।

যে ব্যক্তি কর্মবিমুখ
কস্মিনকালে পাবে না সুখ।

যে করবে সুখের আশ
সেই পড়বে দুখের ফাঁস।

নবজাতকের জন্য মায়ের অন্তরে আছে মায়া
অন্নবিহীন উদর দুর্ভিক্ষে পড়ে আছে কায়া।

————–
রচনাকালঃ
২৯-০৬-২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “জীবনের অংশ

  1. নবজাতকের জন্য মায়ের অন্তরে আছে মায়া
    অন্নবিহীন উদর দুর্ভিক্ষে পড়ে আছে কায়া।

    অমিয় ধ্রুব বাণী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অনবদ্য মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বাস্তব কথা দিয়ে সাজিয়েছেন কবিতাটি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।