বাংলার শ্রেষ্ঠ বিকাল

158082235_k

সেই দিনে এই মাঠ এরূপ ছিলো না
ছিলো বিশাল জনাকীর্ণ,
ছিলো জনসমাগম।
সেই দিনই ছিলো বাংলার শ্রেষ্ঠ বিকেল
এই বিকেল বিশ্বব্রহ্মাণ্ডে অদ্বিতীয়
এ এক নতুন কাব্যের মেলা।

নিস্তব্ধ নিরব ছিলো চারদিকের পরিবেশ
তরুলতায় বসে আছে ঝাঁকে ঝাঁকে সাদা পাখি
কাব্য শুনবে-
অধীর আগ্রহে বসে বন্ধুর মাটিতে
দশ লাখ জনগণ
কাব্য শুনবে-
কানাকানি করে বলে, কখন আসবে কাব্যিক
কখন শুনাবে তার অমৃত কাব্যখানি
জনতা ব্যাকুল হয়ে বসে আছে কাব্যের মাঠে।

হাজার বছরে এরকম কাব্য রচার মতো কোনো কাব্যিক ছিলো না বাংলায়
হাজারো কাব্যিক এই বাংলায় এসেছিলো
কেউ রচেনি বাংলার শ্রেষ্ঠ বিকেলের কাব্যখানি।

শত বছরের শত সংগ্রাম পদ্মা মেঘনা যমুনায় ভাসিয়ে
অনেক প্রতীক্ষার পর
অমৃত কাব্যখানি ব্যক্তের জন্য
কাব্যিক এলেন কাব্যের মঞ্চে
এ কাব্য অদ্বিতীয় বিশ্বব্রহ্মান্ডে।

তুমিই প্রথম কাব্যিক এই কাব্যের
যার বিয়ষবস্তু ভিন্ন
কাব্যখানি যখন তুমি করিলে ব্যক্ত
তখন তুমি বলেছিলে
ওরা আমার ভাইয়ের ঝরায় আছে বুকের তাজা রক্ত ।
বলেছিলে বাংলার মানুষের উপর করা
পাশবিক পৈশাচিক নির্যাতনের কথা
বাঙালির অধিকার স্বাধীকারের কথা
কাব্যখানি ব্যক্তের সময় মনে পড়েছিলো
যেন লক্ষ কোটি তারকারাজির মধ্যে
তুমিই এক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ
তোমার সেই আলোতে বাঙালি
আলোকিত হয়ে
নিরস্ত্র থেকে সশস্ত্র হয়েছে
ঝাপিয়ে পড়েছে দেশ রক্ষায়।

রচনাকালঃ
২০-০৩-২০২০

উৎসর্গঃ
(জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে)

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

12 thoughts on “বাংলার শ্রেষ্ঠ বিকাল

  1. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অপূর্ব মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ৭ই মার্চ আমাদের স্বাধীনতার মূলমন্ত্র

    1. হুম ঠিক বলেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. জয়বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার মেহনতী মানুষের।

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. জয় বাংলা।  

    একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
    লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
    ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে-
    ‘কখন আসবে কবি?’ ‘কখন আসবে কবি?’

    ……
    শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
    অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
    তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
    হৃদয়ে লাগিল দোলা,
    জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা- ;
    কে রোধে তাঁহার বজ্র কণ্ঠ বাণী?
    গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনলেন তাঁর
    অমর কবিতাখানি:
    ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
    সেই থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের।

  5. আপনার কবিতাটি ভালো হয়েছে, ভালে লেগেছে। 

     

    শুভ কামনা আপনার জন্য।  

    1. শুভকামনা রইল প্রিয় কবি। 

      অতুলনীয় মন্তব্য করেছেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।