মধ্য রাতের প্রেম

কখনও –
মধ্য রাতে হঠাৎ যদি
একলা বড় লাগে
তোমাকে নিয়ে সুখের স্বপ্ন
আঁকতে ইচ্ছে করে।

তখন –
তুমি কি বলো আসবে হেসে
কাছে এসে বসবে পাশে,
আসবে কি তুমি পরীর বেশে
ধরবে জড়িয়ে ভালোবেসে!

তবে –
মধ্যরাতে উঠবে সূর্য
আমার আকাশ জুড়ে
দুঃখের মেঘ সরে এবার
সুখেরা বেড়াবে উড়ে।

তারপর –
তুমি আমি গল্পে হবো মশগুল
রাত দিব্যি যাবে কেটে,
স্বস্তির নিঃশ্বাসে প্রাণ জুড়োবে
আর প্রেম হবে অকপটে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

8 thoughts on “মধ্য রাতের প্রেম

  1. বেশ কিছুদিনের বিরতির পর পুনরায় আপনার লিখার দ্যাখা পেলাম প্রিয় মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ মুরুব্বী সাহেব।

      নিয়মিত হওয়ার চেষ্টা করবো।

      শুভেচ্ছা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. তবে প্রেম হোক অকপটে।  

    শুভ কামনা আপনার জন্য। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।