যাযাবর জীবন

হে বিধাতা আর কত ভেসে বেড়াব
ঐ মেঘের ভেলার মতো।
ভালো লাগে না আর এই ভাবে ভাসতে
কবে হবে আমাদের মতো যাযাবরের স্থায়
জানি না,
সুখের জন্য শুধুই কি বিপ্লব করতে হবে
নাকি ললাটে নেই কোনো সুখ
নাকি আছে শুধুই দুঃখ।

এই যাযাবরের ললাট রাজ্যে জাগরিত
হয়নি কভু সুখের উল্লাস।
জন্ম জন্মান্তর শুধু ভোগ করতে হয় দুঃখ,
এটই কি বিধাতা আমার জন্য তোমার বিধান,
তুমি যদি চাও বিধাতা আমি আজন্ম সুখহীন থাকব,
কভু ভুলেও কোনদিন চাইব না সুখ।

রচনাকালঃ
১৫/০৩/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “যাযাবর জীবন

  1. নিয়মিত লিখলে অন্যান্য সহ-ব্লগারদের লিখাও পড়তে হয়, সখ্যতা গড়ে তুলতে হয় কবি। অসুন্দর শোনালেও আপনার মধ্যে সেটার অভাব রয়েছে। আমি দুঃখিত এভাবে আপনার সমালোচনা করার জন্য। :( এরপর থেকে আপনার লিখায় আমি মন্তব্য করবো। তবে সেটা একটি শব্দে। ধন্যবাদ। শুভ হোক ব্লগিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সময় পাই নাই তার জন্য মন্তব্য করতে পারি না। 

      এখন থেকে সময় নিয়ে মন্তব্য করব। 

      শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।