এখনও সময় অনেক বাকি

96536

আমার কাঁধে জাঁকিয়ে বসা অভিমানগুলো
তোমার বুকের কষ্টের হিসেব জানে না,
কালক্যুলেটর আবেগ না বুঝলেও
হিসেব বোঝে… আমি হিসেব বুঝি না।

বিকেল বেলায় ফিরতি পশুর দলও
রঙিন আলো মেখে ঘরে ফিরে
শুধু তুমি আমি অজানা কোন কারণে
বসন্তের ফুলের সুবাসে মাতি না।
রাত নামবার পর
কষ্টগুলো মাথা চাড়া দেয়
সুখের স্মৃতির বস্তা পাটকারী নিয়ে
তারপর এক একটা কলঙ্কিত রাত
নতুন ইতিহাস রচনা করে

একবেলা বৃষ্টি শেষে, রৌদ্দুর উঁকি দেয়
রঙধনু আকাশ সাজাই আমাদের জন্য
মন ভোলানোর বৃথা চেষ্টায় মুছরে পরে আকাশ।
পরিযায়ী পাখিরা ঘরে ফেরার জন্য ডানা মেলে
দূরে তাদের নীড়
নাম না জানা কোন দেশে।

কথার পিঠে কথায় সমস্যা এগোতে থাকে
আমরা তাকিয়ে দেখি রাস্তার শেষ প্রান্তেও
দেখা যাচ্ছে। এগিয়ে চলেছে, দ্রুতগতিতে
তার গন্তব্য কোথায় ?
চলো উত্তর খুঁজি
এখনও সময় অনেক বাকি।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

8 thoughts on “এখনও সময় অনেক বাকি

  1. ভালোই লিখেছেন মহাশয়! সত্যি ভালো লেগেছে। তারজন্য শুভেচ্ছা-সহ শুভকামনা। 

    1. অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয়।

      ভালো থাকুন, সুস্থ থাকুন।

      শুভেচছা ও শুভ কামনা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. লিখায় আপনার অসাধারণত্ব আপনি বারবার প্রমাণ করে চলেছেন। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ ধন্যবাদ প্রিয় মুরুব্বী।

      অপনার মন্তব্যে সবসময় অনুপ্রাণিত হই।

      শুভেচ্ছা নিন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।