আমি শেরে বাংলার লাহোরে প্রস্তাবের কথা বলছি,
আমি জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের কথা বলছি,
আমি নেতাজী সুভাসচন্দ্র বোসের অসাধারণ নেতৃত্বের কথা বলছি,
আমি ভারত আন্দোলনের কথা বলছি,
আমি চৌদ্দ আর পনের আগস্টের ইতিহাসের কথা বলছি,
3 thoughts on “পলাশী থেকে মুক্তিযুদ্ধ (পর্ব-৩ দেশবিভাগ)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনন্য, অতুলন প্রকাশ।
শুভকামনা রইল
ধন্যবাদ। শুভ হোক ব্লগিং।