আমি সাতই মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো মুখরিত জ্বালাময়ী সেই বজ্রকন্ঠ বাণীর কথা বলছি,
আমি বাঙালির কলঙ্কজবক অধ্যায় কালো রাত্রির কথা বলছি,
আমি মুজিবের ছাব্বিশে মার্চের স্বাধীনতা ঘোষণার কথা বলছি,
আমি মুজিব নগর সরকার গঠনের কথা বলছি,
আমি রাজাকার আলবদর আল-শামস বাহিনীর কথা বলছি,
আমি যুদ্ধে অংশ গ্রহণকারী ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক নারী কবি শিল্পীর কথা বলছি,
খাদ্য, বস্ত্র আশ্রয়, চিকিৎসা,অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আমি সেই দেশের কথা বলছি।
6 thoughts on “পলাশী থেকে মুক্তিযুদ্ধ (পর্ব -৬ যুদ্ধে অংশ গ্রহণ)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রাণঢালা শুভেচ্ছা সহ ধন্যবাদ প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল
শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল
মাধুর্যমণ্ডিত ও উত্তম লিখনী
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল