নিজের গান গাই -৩

৩. শরীর লিখে বীরত্ব গাথা

সময়ের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
সময়ের গান গো।
বর্তমানের কথা জুড়ি
অতীতের ও দূর গো।
সময়ের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
সময়ের গান গো।

অতীত এসে বসল পাশে
সামনে দেখি ভবিষ্যৎ হাসে
লোক সকলে মাতে তাতে
সুধাই আমি দূরে গো।
সময়ের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
সময়ের গান গো।

পথিক দাঁড়ায় চলার পথে
অতীত নিয়ে কেবল নাচে
বলি, বর্তমানের গুপ্ত কথা
মনটা শুধু এখন বাঁচে।
এখন সুধা পরাণ দোলা
এখন স্বর্গ, নরক জ্বলে
এখন ঘোড়া দুলকি চালে
টগবগিয়ে সামনে চলা গো।
সময়ের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
সময়ের গান গো।

যৌবনের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
যৌবনের গান গো।
যৌবন কালের কথা জুড়ি
সৃষ্টিশীলতা সুর গো।
যৌবনের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
যৌবনের গান গো।

সমকাম এসে বসল পাশে
সামনে দেখি বিকৃতি আসে
কিছু লোক মিছে মাতে
সুধাই আমি দূরে গো।
যৌবনের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
যৌবনের গান গো।

বিপরীতে এসে হাতটি ধরে
প্রেমের কথা জানায় ব্যাথা
বলি, যৌবনেরই গুপ্ত কথা
শরীর লিখে বীরত্ব গাথা।
যৌবন সুধা বিজয় দোলা
যৌবন সৃষ্টি, জীবন খেলে
যৌবন ঘোড়া দুলকি চালে
টগবগিয়ে সামনে চলা গো।
যৌবনের গান গো
ছন্দে ছন্দে গাথি আনন্দে
যৌবনের গান গো।

4 thoughts on “নিজের গান গাই -৩

  1. গীতি কবিতায় মুগ্ধ হলাম প্রিয় কবি ফকির আবদুল মালেক। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রাণোৎসর্গে রঞ্জিত সুন্দর বহিঃপ্রকাশ শ্রদ্ধেয়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।