নিষ্পলক রাত্রির চোখে চোখ
তারারা বিস্মৃত…
উদাসীন সন্ধ্যা
উপেক্ষার কাজল চোখে,
একাকী সান্ধ্যপথিক আঁধার খেয়ে চলে।
2 thoughts on “দহন ৯”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিষ্পলক রাত্রির চোখে চোখ
তারারা বিস্মৃত…
উদাসীন সন্ধ্যা
উপেক্ষার কাজল চোখে,
একাকী সান্ধ্যপথিক আঁধার খেয়ে চলে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তারপরও অনেক অনেক অনেক ভালো থাকতে হবে প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
বাহ অতুলনীয় লিখনশৈলী পাঠে মুগ্ধতা রাশি রাশি