জীবনের বাস্তবতা (ছড়া)

জীবন চলার সুদীর্ঘ এই না পথে
আসে কত রঙের বাঁধা,
ঘাত প্রতিঘাত উৎরাতে পারলে
আসে সুখের বাস্তবতা।

ললাটের অদৃশ্য লিখুন
যায় না কভু বলা,
সুখের সাথে দুখের সাথে
দীর্ঘ পথ চলা।

দিন পর দিন কাটে
কাটে এই জীবন,
তারপর আসে চলে
বিস্বাদ এই মরণ।

ফুল ফোটে, পাখি গাই
সময় নাহি বসে রয়,
আজ আছো গো যুবা তাই
কালক্রমে হবে বৃদ্ধ ভাই।

পৃথিবী নশ্বর, নশ্বর মানব দেহ
নশ্বর নহে তুমি,
তুমি তো সৃষ্টি করছে প্রভু
এই সপ্ত ভুমি।

রচনাকালঃ
০৯/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “জীবনের বাস্তবতা (ছড়া)

  1. যাপিত জীবনের বাস্তবতায় গুচ্ছ কবিতার প্রকাশ অসামান্য হয়েছে কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।