ব্যাখ্যা বিষয়ক বচনপঞ্জিকা

তুমি অনেক কিছুই ব্যাখ্যা করতে পারো। ‘জল’কে কেউ কেউ কেন ‘পানি’ বলে, ‘গোরস্থান’ কে ‘কবরস্থান’- কিংবা ‘খোদা হাফেজ’কে ‘আল্লাহ হাফেজ’। কেন কেউ কেউ মাঝে মাঝে ‘তস্কর’ কে ‘লস্কর’ বানিয়ে বাজারে সেরে নিতে পারে মামুলি বেচাকেনা।

‘বাতাসা’ খেতে গিয়ে যারা ‘বাতাস’ খেয়ে তৃপ্ত হয়ে নগরে ফিরেছিল, আমি তাদের গন্তব্য চিনি। জানি কীভাবে তারা সেরে নিয়েছে মাটির সাথে শেষ মোলাকাত। কাদায় পা ডুবে যেতে পারে-এই ভয়ে যারা কাঁধে তুলে নিয়েছে পা, আমি তাদেরকে প্রতিবন্ধী বলতেই পারি। অথবা পাঠশালায় গিয়েও যারা পড়েনি চন্দ্র-সূর্যের জন্ম ইতিহাস, তাদেরকে বলতেই পারি অন্ধ। আমি তোমাকে আপাতত: ‘ব্যাখ্যক’ হিসেবেই অভিহিত করতে চাই। কারণ এ পেশায় আমাদের কিছু সুদক্ষ তালিবাজ প্রয়োজন।

2 thoughts on “ব্যাখ্যা বিষয়ক বচনপঞ্জিকা

  1.  অনবদ্য সৃজনশীল উপস্থাপন। পাঠে মুগ্ধতা রেখে গেলাম

  2. অসাধারণ কবিতা। নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।