একটি পতাকার জন্য

একটি পতাকার জন্য,
হাজারো মায়ের কোল খালি হয়েছে,
হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত।
লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ,
লুন্ঠন হয়েছে কত কি।

রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল
লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে।
একটি দেশের জন্য,
একটি জাতির জন্য,
মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল,
শুধু নিজস্ব সংস্কৃতি জন্য,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ।
যার জন্য বাস্তুচ্যুত হতে হয়েছে কত বাঙালিকে,
আর বুভুক্ষা থেকেছে কত দিন।

রচনাকালঃ
০৮/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “একটি পতাকার জন্য

  1. আমাদের আত্মত্যাগে আজ … আমাদের বিজয়ের প্রাপ্তি এই লাল সবুজের পতাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. একদম ঠিক বলেছেন কবি 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।