যার কারণে লেখালিখির হাতে খড়ি
লাগাম ছাড়া আমার ভালোবাসার ঘুড়ি
যাকে পাওয়ার জন্য নিজের সাথে লড়ি
সে যেন আকাশ থেকে নেমে আসা পরী
তার খুব দরকার।
যার কারণে আকাশ হয়েছে রক্তিম নীল
যার শরীর জুড়ে খুঁজে বেড়াতে চাই তিল
যার সাথে আমার মনের অনেক মিল
যার জন্য ডানামেলে হয়েছি উড়ন্ত চিল
তার খুব দরকার।
যার কারণে বুকের ভেতর মেঘমেদুর
যার জন্য সাতরে পারি দিতে পারি সমুদ্দুর
যার খুশিতে হতে পারি শীতের মিষ্টি রৌদ্দুর
যার একটু সান্নিধ্য পেতে হেঁটে চলেছি বহুদূর
তার খুব দরকার।
যার কথা ভাবলেই ঠোঁটে আসে হাসি
যাকে দেখলেই মনে আনন্দ খুশি
যার জন্য হাসিমুখে ঝুলতে পারি ফাঁসি
যাকে বেহাদ বেহিসাব ভালোবাসি
তার খুব দরকার।
অনুপম প্রকাশ। ভালো লাগলো পড়ে।
আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
শুভ কামনা।
ভালোবাসাময় পদ্য
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা
সুন্দর কবিতা। শুভ সকাল প্রিয় কবি মহাশয়।
অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী।
শুভেচ্ছা