তার খুব দরকার

a90f37ac8

যার কারণে লেখালিখির হাতে খড়ি
লাগাম ছাড়া আমার ভালোবাসার ঘুড়ি
যাকে পাওয়ার জন্য নিজের সাথে লড়ি
সে যেন আকাশ থেকে নেমে আসা পরী
তার খুব দরকার।

যার কারণে আকাশ হয়েছে রক্তিম নীল
যার শরীর জুড়ে খুঁজে বেড়াতে চাই তিল
যার সাথে আমার মনের অনেক মিল
যার জন্য ডানামেলে হয়েছি উড়ন্ত চিল
তার খুব দরকার।

যার কারণে বুকের ভেতর মেঘমেদুর
যার জন্য সাতরে পারি দিতে পারি সমুদ্দুর
যার খুশিতে হতে পারি শীতের মিষ্টি রৌদ্দুর
যার একটু সান্নিধ্য পেতে হেঁটে চলেছি বহুদূর
তার খুব দরকার।

যার কথা ভাবলেই ঠোঁটে আসে হাসি
যাকে দেখলেই মনে আনন্দ খুশি
যার জন্য হাসিমুখে ঝুলতে পারি ফাঁসি
যাকে বেহাদ বেহিসাব ভালোবাসি
তার খুব দরকার।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “তার খুব দরকার

    1. আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি।

      ভালো থাকুন। সুস্থ থাকুন।

      শুভ কামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।