বৈশাখ

বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে,
ইমু বাবুর ঘর নড়বড় করে।
কাল বৈশাখী কালো ধোয়ার ফল,
সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব।
ঝড়ের শেষে পর দিবসে,
গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই,
গাঙের টলমলে কাজল জল,
মিষ্টি হেসে বলে, ওগো,
কেমন আছ ভাই।
তখন জলের সাথে মীনের সাথে করি,
লুকোচুরি খেলা।
নীল আকাশে কে দিল আবার,
ধবল রঙের ভেলা।
লাল মেঘের ভেলা দেখা যায়,
পূর্ব পশ্চিম কোণে।
গাছপালা ভেঙে শেষ,
ঐ গহিন বনে।
ঝড়ে সব ঝরে পড়ে,
আম কাঁঠালের মুকুল।
পথ ঘাট যে জল ছুয়েছে,
আনন্দে আনন্দে দূকুল।
বৈশাখ হল মধু মাস,
বাহারি রকমের ফল।
জলের তলে দূর্বাঘাস,
করছে যে টলমল।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “বৈশাখ

মন্তব্য প্রধান বন্ধ আছে।