প্রতিদিনের মত
চোখ দুটো এই গভীর রাতেও খোলা;
কে রেখেছে টেনে!
কি রয়েছে ধ্যানে
পাই খুঁজে তার কোনো উত্তর
দীপ্ত চোখে চেয়ে থাকা শুধু।
ঘুমহীন এই রাত কেটে যায় বন্দী একা ঘরে!
কিসের নেশায়
কিসের চিন্তায়
কিসের ভয়ে যু যু!
কি হারাবো কিই বা পাবো
নাই সে এমন হিসাব
মনের মাঝে এমন কোন
জমা তো নাই বিষাদ
তবে কেন এমন কঠিন
রাত এসে যায়, রাত কেটে যায়
ভোর হয়ে যায় দিন
এ দুই চোখে শুধুই থাকে
ঘুমের শুধু ঋণ।
বাসি না ভালো এমন কোন ছলা কলা
কি হারাবো, কিই বা পাবো
এমন ভাবনাও মিছে…
এমন কিছু নাই তো সেসব
আমার কোন পিছে।
তবে কেন রাত জেগে রয় চোখ
অস্বস্তিতে ভোগা আমার মন;
কাতর কণ্ঠে চাইছি শুধু ঘুম।
মিথ্যে কিছু চিন্তা করে কাটাইলাম না দিন
ক্লান্তি চোখে কেন আসেনা
পাড়িয়ে দিতে ঘুম।
ঘর হতে সে বেড়িয়ে দেখি
অর্ধেক কালা জোছনা মাখা
অর্ধেক খানা চাঁদ
আমার চোখেও আসতো যদি
অর্ধেক খানা ঘুম ভালোই হতো তবে।
দেখতে পেতাম
কালকের নতুন ভোর
দেখতে পেতাম
আরেকটা সোনালী দিন।
এভাবেই যদি পার হয়ে যায় রাত
এভাবেই যদি পার হয়ে যায় সময়
মৃত্যু তবে খুব নিকটে
ভয় করি না তবু;
ঘুমের জন্য অপেক্ষাতে
করছি তবু সবুর।
অসুস্থ এ সমাজ অসুস্থ সে মানুষ
অস্থিরতার দেশ
এরই মাঝে কাটছে মানুষ
না না অস্বাভাবিক জীবন
অসুস্থ এদিন অসুস্থ এ রাত অসুস্থ এই শরীর;
ঘুমহীন এই কাটিয়ে নিচ্ছে তাদের সাধের স্বাদ।
লেক্সোটানিল ট্যাবঃ অনিদ্রা, উদ্বেগ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার হয়। ___ কবিতার শিরোনামে প্রথমে তো ঘাবড়েই গিয়েছিলাম। ধীরে ধীরে যখন কবিতায় বর্ণিত বক্তব্যের মধ্যে ঢুকে পড়লাম … তখন বুঝে নিলাম কবি কি বোঝাতে চেয়েছেন। ___ সব সময় ভালো থাকা চাই, ভালো থাকার চেষ্টা চাই শামীম বখতিয়ার।
চমৎকার ।