আলিঙ্গন

দৃপ্ত প্রহরে পল্লবঘন বাসন্তী লতার নিচে,
দীর্ঘ প্রতীক্ষা, প্রিয়জনে একটু আলিঙ্গনের জন্য।
কখন আসবে সেই কাঙ্ক্ষিত প্রিয়জন,
মনের মাধুর্য মিশিয়ে কখন করবে আলিঙ্গন,
শুধু সেই প্রতীক্ষা।

কত জন এলো গেল এই পদ্ম দীঘির ধারে,
আর কত জনই বা আসবে,
ঐ পদ্ম দীঘির জলের ধারে দাঁড়িয়ে থেকে
আলিঙ্গনের অপেক্ষায় বিরহ অনলে বুকে নিয়ে
আর কত জনই বা হাসবে,
শুধু সেই প্রতীক্ষা, একটু আলিঙ্গনের জন্য।
বিরহ অনলে পুড়ছে কচি কাঁচার অজস্র মন,
প্রিয়জনের সাথে দেখা আর একটু আলিঙ্গন,
প্রশমিত করতে পারে সেই বিরহ ব্যথা।

রচনাকালঃ
১৭/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “আলিঙ্গন

  1. কবিতায় শুভ কামনা জানালাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।