নির্বাসিত জীবন

আমায় যদি গো তোমরা নির্বাসন দাও,
তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে,
একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে,
বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে।
বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব।
বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে,
নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি মনে বিষন্নতা আসে,
তাহলে সন্ধ্যা বেলায় পাহাড় পাদদেশে বসে শুনব,
ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির কুজন ধ্বনি।
রাতে মিটমিট করে জোনাকিরা জ্বলবে সেই আলোতে,
চাঁদের বুড়ির সাথে মনের অভিলাষে গল্প কবর।
নির্বাসিত জীবনে দীর্ঘ সময় কাটানোর জন্য,
পাহাড় পাদদেশে জুম চাষ করব মনের মাধুর্য।
তাই অন্যথায় নির্বাসিত হতে চাই না।

রচনাকালঃ
১৭/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “নির্বাসিত জীবন

  1. কল্প গল্পের কবিতায় জীবন বোধনের অসামান্য গল্প বিবরণ। ভালো থাকুন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।