স্বাধীনতার স্বাদ

অন্ধকার ভেদ করে পূব আকাশে উদিত হয়
মুক্ত দিনমণি, মুক্ত পথ পেয়ে,
আলো দেয় সবুজ শ্যামল প্রকৃতিতে।

মুক্ত গগন পেয়ে বিহগ মেলে পাখা,
নেই কো কোনো ভয়,
স্বাধীনতার স্বাদে আনন্দে আনন্দে
গেয়ে যায় গান দিনের পর দিন।

মুক্ত স্রোতস্বিনী পেয়ে মাঝি যায়, স্বাধীনতার স্বাদে
মনের অভিলাষে গান গেয়ে,
অসুর দৈত্যাের নেই কো কোনো ভয়।

যা আসলে যে খাইনি সে কি বুঝবে তার স্বাদ,
যে খেয়েছে তাকে জিজ্ঞেস কর,
আসলে তা কি বিস্বাদ ।

যে পরাধীন সে কি বুঝবে স্বাধীনতার স্বাদ,
যে স্বাধীন তাকে জিজ্ঞেস কর না ,
স্বাধীনতা কি স্বাদ?

রচনাকালঃ
২৩/০৩/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

5 thoughts on “স্বাধীনতার স্বাদ

  1. নিপুণ শাব্দিক বিন্যাস।

    1. শুভকামনা রইল 

  2. লিখক এবং পাঠকের মধ্যে সম্পর্ক কমে গেলে এমনিতেই দূরত্ব তৈরী হয়ে যায়। দুঃখজনক যে, শব্দনীড়ে প্রকাশিত বেশীর ভাগ লিখাতেই মন্তব্য সংখ্যা কম কারণ এখানে লিখক তার লিখা প্রকাশ করে নিজের লিখায় পাঠক মন্তব্যের উত্তর দেন না। শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. হুম ঠিক বলেছেন। 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।