বন্ধুর পরিচয়

179136

সুসময়ের অনেক বন্ধু
দুধের মাছির মত,
অসময়ে রয় না পাশে
দূরে সরে তত।

পৃথিবীতে ঘটছে এমন
দেখি দিনে রাতে,
সুদিনে রয় কাছাকাছি
সতত রয় সাথে।

প্রবাদ আছে সুসময়ে
বন্ধু তোমার হবে,
যখন তবে মন্দ সময়
দূরে দূরে রবে।

ভ্রমর যবে বাগানে পায়
কুসুম কলির গন্ধ,
মধু পেতে পাগলপারা
হয় সে তখন অন্ধ।

বন্ধু আসল তব কান্নায়
অশ্রু জলে ভাসে,
তোমার সুখে খুবই খুশি
শান্তি বানে হাসে।

.
স্বরবৃত্তঃ ৪+৪ / ৪+২

4 thoughts on “বন্ধুর পরিচয়

    1. অসংখ্য ধন্যবাদ কবি। ভালো থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. আপনার সঠিক মাত্রায় ও ছন্দে লেখা কবিতা বেশ ভালো লাগে আমার। উপভোগ করি শব্দের সৌন্দর্য।  

     

    শুভকামনা রইল।  

  2. কবিতায় অনুভবের চমৎকার সন্নিবেশন। একরাশ শুভেচ্ছা রইলো কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।