আমি নির্মল সবুজ শ্যামল প্রকৃতির কথা বলছি,
আমি ধর্ষিতা বোনের আত্মা চিৎকারের কথা বলছি,
আমি ক্ষুধার্ত কৃষকের কথা বলছি।
আমি অভিজাত শ্রেণির আত্ম অহামিকার কথা বলছি,
আমি শোষক শ্রেণির শোষণের কথা বলছি,
আমি জীবনানন্দ দাশের রূপসী বাংলার কথা বলছি।
আমি নাগরিকদের সকল অধিকার স্বাধীকারের কথা বলছি,
আমি সংগ্রামী বিপ্লবী জনতার কথা বলছি,
আমি অধিকার বঞ্চিত রোহিঙ্গাদের কথা বলছি।
আমি বিভীষিকাময় সভ্যতার কথা বলছি,
আমি মসজিদুল আকসার হামলার কথা বলছি,
আমি সুখীদের সুখ উল্লাসে মেদিনী কাঁপানোর কথা বলছি।
আমি প্যালেস্টাইনের নৃশংস হত্যাযজ্ঞের কথা বলছি,
আমি মাতৃস্নেহ ও পিতৃ স্নেহের কথা বলছি,
আমি বাঙালির সাহিত্য সংস্কৃতির কথা বলছি।
রচনাকালঃ
২৫/১২/২০২০
কবিতায় শাব্দিক দৃঢ়তা অসাধারণ উঠে এসেছে প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
দারুণ মন্তব্য করেছেন।।।
শুভকামনা রইল