বৃষ্টি

নীল আকাশে মেঘমালা জমেছে
নেই কো তার শেষ,
অভিলাষ হল ঘুরে বেড়ায়
নানান রঙের বেশ।
টাপুর টুপুর পড়ে বৃষ্টি
ঝুমঝুম তার রুপ,
বজ্রের শব্দে লুকায় সবাই
কেউ দেবে না ডুব।
বৃষ্টির পর রংধনু রং ফ্যালে
নীল দীঘির ঐ ধারে
তরুলতা নব সাজে সজ্জিত হয়ে
পথের ধারে ধারে।
বৃষ্টি শেষে বর্ষাকালে নদে
থৈথৈ করে জলে,
কদম কেয়া ফুল ফোটে রে
মৌসুমের ফলে।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

1 thought on “বৃষ্টি

  1. বৃষ্টি শেষে বর্ষাকালে নদে
    থৈথৈ করে জলে,
    কদম কেয়া ফুল ফোটে রে
    মৌসুমের ফলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।