নীল আকাশে মেঘমালা জমেছে
নেই কো তার শেষ,
অভিলাষ হল ঘুরে বেড়ায়
নানান রঙের বেশ।
টাপুর টুপুর পড়ে বৃষ্টি
ঝুমঝুম তার রুপ,
বজ্রের শব্দে লুকায় সবাই
কেউ দেবে না ডুব।
বৃষ্টির পর রংধনু রং ফ্যালে
নীল দীঘির ঐ ধারে
তরুলতা নব সাজে সজ্জিত হয়ে
পথের ধারে ধারে।
বৃষ্টি শেষে বর্ষাকালে নদে
থৈথৈ করে জলে,
কদম কেয়া ফুল ফোটে রে
মৌসুমের ফলে।
1 thought on “বৃষ্টি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বৃষ্টি শেষে বর্ষাকালে নদে
থৈথৈ করে জলে,
কদম কেয়া ফুল ফোটে রে
মৌসুমের ফলে।