আহা প্রেম-৩ (ঝর্ণা মিশে নদীর সাথে)

ঝর্ণা মিশে নদীর সাথে
নদী মিশে সাগরে,
বাতাস বহে মৃদুমন্দে
আরাম দিয়ে আহারে।
জুটি ছাড়া নয় কিছু পৃথিবীর
সব চলে প্রকৃতির নির্দিষ্ট আইনে
একজন অন্যজনে মিশে যেতে অধীর
তবে আমি থাকব কেন তুমি বিহীনে?

পাহাড় কেমন ছুঁতে চায় আকাশ
ঢেউগুলো পরস্পর মিলে মিশে দেয় তালি
ফুলগুলো সব খুঁজে নেয় বাতাস
আপন ফুলে করতে মিতালী।
সূর্য আলো ছুয়ে যায় পৃথিবী
চন্দ্র আলো চুমু দেয় উদার বিশাল সাগর
আনমনে ভাবি
আমায় তবে তুমি কেন করে দিচ্ছো পর?

4 thoughts on “আহা প্রেম-৩ (ঝর্ণা মিশে নদীর সাথে)

  1. জুটি ছাড়া নয় কিছু পৃথিবীর
    সব চলে প্রকৃতির নির্দিষ্ট আইনে
    একজন অন্যজনে মিশে যেতে অধীর … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।