মামার বাড়ি

983490

আমি আর খুকি মিলে
যাব মামার বাড়ি,
আছে আমার মামার বাড়ি
মস্ত মধুর হাড়ি।

মামার বাড়ি যেয়ে আমরা
খেলব নানা খেলা,
আম জাম ডুমুর ফলের
হরেকরকম মেলা।

ফলের সমাহার মামার বাড়ি
খেয়ে জুড়াবে প্রাণ,
নিত্য বিকেলে গেয়ে বেড়াব
হর্ষে করে গান।

কাজিনদের সঙ্গে রাত্রি বেলা
করব নানা গল্প,
হৈ হৈহল্লা করলে মামা
বকা দেবে অল্প।

রোজ প্রভাত ঘুম ভাঙবে
শুনে দোয়েল শিস,
বাড়ি ফিরে এসে আমরা
করব তা মিস।

রচনাকালঃ
২৬/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

3 thoughts on “মামার বাড়ি

  1. বাহ্ । অভিনন্দন কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় কবি।। 

      শুভকামনা রইল।।। 

      1. শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় কবি। আপনার সহ-ব্লগারদের লিখায় মন্তব্য দিন। মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিং হোক আনন্দের। শুভ ব্লগিং। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।