শরীরের ছায়া ক্রমে খাটো হচ্ছে
একদার উজ্জ্বল দৃষ্টি আজ ম্রিয়মাণ
চাইলেই দৃশ্যান্তর হচ্ছে না;
চাইলেই পাখি মেলাতে পারছে না ডানা,
ডাকছে ঘুম, শুনতে পাচ্ছি দীর্ঘ ঘুমের ডাক।
দীর্ঘ ঘুমে গেলে এতকাল যারা
খুঁটিয়ে-খুঁটিয়ে দোষ খুঁজে বেড়াত
তারা ক্ষান্ত দিবে।
গুণগ্রাহী যারা ছিল,
যাদের উচ্চাশা ছিল পর্বত পরিমাণ,
ক্ষনিকের মনঃক্ষুণ্ণতা ভুলে তারাও
অন্য কোন উচ্চাশায় মনঃসংযোগ করবে।
যারা আমার নিজের ছিল, শ্বাসের বিনিময়
যাদের নিরাপত্তা নিশ্চিত করেছি;
কয়েক পলকের বিষণ্নতা শেষে তারাও
ফিরে যাবে নিজেদের স্বাভাবিক শ্বাসে।
কোলাহল ঘাট থেমে গেলে
কেউ মনে রাখবে না,
মানুষ মরে গেলে আগ্রহ মরে যায়।
কোলাহল ঘাট থেমে গেলে
কেউ মনে রাখবে না,
মানুষ মরে গেলে আগ্রহ মরে যায়।