প্যালেস্টাইনের কোনো এক মা

খোকা বাড়ির উত্তর পাশের ফুল গাছটা তো
ফুলে ফুলে ভরে গেছে,
সে তুমি কবে গেছো
আজও তো আমি তোমার প্রতীক্ষায়
চেয়ে থাকি স্রোতস্বিনীর পাশে ভগ্ন পথটা।
তোমার কোনো খরব নেই
কোথায় আছ, কেমন আছ, কি খাচ্ছো।
সেদিন তো রকেট হামলা হয়েছিল, কোথায় ছিলে তুমি,
খোকা ঐ আল আকসা মসজিদে ইহুদীরা
বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল
তাতে তো অনেক শিশু, যুবক বৃদ্ধ প্রাণ হারিয়েছে
তুমি কি সেখানে ওদের মতো প্রাণ দান করেছো।
তা ভেবে আমি কখনো কষ্ট পায় না
শুধুই গর্বে বুকটা ভরে ওঠে।
আপন জন্মভূমি রক্ষার জন্য যে প্রাণ হয় বলিদান
জগতে সেই প্রাণখানি হয় শুধু মহান।
আমি তো মা তবুও সন্তানের নিরাপত্তা কথা মনে জাগে
খোকা তুমি যেখানে থাকো, সুখে থাকো।
আমি থাকব খোকা শুধু তোমার প্রতীক্ষায়,
শুধু তোমার প্রতীক্ষায়।

রচনাকালঃ
২০/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “প্যালেস্টাইনের কোনো এক মা

  1. লিখাটি পড়লাম। শুভেচ্ছা এবং শুভ সকাল প্রিয় কবি। আপনার সহ-ব্লগারদের লিখায় মন্তব্য দিন। মন্তব্য এবং প্রতি-মন্তব্যে ব্লগিং হোক আনন্দের। শুভ ব্লগিং। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল প্রিয় কবি।।।। 

       

    1. অনেক সুন্দর মন্তব্য।।। 

      শুভকামনা রইল।।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।