কি এমন ডাক রে ভাই- কি এমন ডাক
নাই কোন যার ঢাক ঢোল শব্দ আওয়াজ!
তবুও ডাক আসে- এমনি সময়- কেউ
পারে না ফিরাতে- তবু চলে যাতে হয়-
নির্দয়, নীরময়, জগৎময় সংসার ছেড়ে-
ভাবছো না- কার আগে- কে যাবে।
কি এমন আঁধার- আঁধার শুধু চারিধার
জনশূন্য আলো বাতাস দেশ হবে অন্ধকার
যে হাঁটা হাঁটছো তার শেষ কোথায়?
জানবে না- ঢাক ঢোল বাজবে না-
ডাকের সময় ক্ষীণ আজী! ভেবে দেখো
এই বুঝি ডাক আসলো এখনি!
আমি পেঁচা ভাবিলে পিলে চমকে যায়-
কার আগে কে যাবে চলে।
১৬ জ্যৈষ্ঠ ১৪২৮,৩০ মে ২১
——————————
এমন আঁধার- আঁধার শুধু চারিধার
জনশূন আলো বাতাস দেশ হবে অন্ধকার
যে হাঁটা হাঁটছো তার শেষ কোথায়?
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
Excellent
জ্বি প্রিয় কবি মহী দা
চমৎকার মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-