স্ত্রী

কবুল বলে এনেছিলাম আমার ঘরে
আঠারো বছর বয়সের এক মেয়ে,
আঁখি ছলছল করছিল অজস্র স্বপ্নতে,
আমি দেখছিলাম শ্যেন দৃষ্টিতে চেয়ে।

বদনখানিতে সহজ সরল বহতা কি
দারুন কাব্য শৈলীর ন্যায় মধুর ভাষা,
তার সাথে আমার জন্ম জন্মান্তর বন্ধন
আর মনে অজস্র ছিল আমার আশা।

দোয়েলের শিসে ভাঙাত ঘুম নিত্য সকালে
হেলেদুলে করতে একা সকল কাজ,
মনের ভুলে কোনো দিন তার হয়নি তো করা
নিত্য প্রভাতের মনের অভিলাষে সাজ।

নানা ঘাত প্রতিঘাতে আমারে দিত সে
উপমা দিয়ে কত যে বিচিত্র শান্তনা,
চড়াই-উতরায়ে সমভাবে অংশ গ্রহণ
আর সহ্য করত কত না, কত যন্ত্রনা।

তার সাথে আমার হয়নি মন মালিন্য
অজস্র ছিল না তার চাওয়া পাওয়া,
চানিক্য মানিক্যের প্রতি ছিল না কোন
আশা,শুধু ভালোবাসা ছিল তার চাওয়া।

কচি শসার ফুলের মতো তার ছিল মুখে গড়ন
দুধ সাদা ফুলের মতাে তার ছিল গায়ের-বরণ ,
গ্রীষ্মের দুপুরে ধান মাড়াইয়ের কাজ করত, আর
বলত ওগো রেখো আমারে তুমি স্মরণ।

এ ধরা ছেড়ে যদি চলে যায় কখনো আমি
তোমারে ছাড়া আমি থাকব অনেক দূর,
আমারে পড়লে মনে দুপুরে পলাশের বৃক্ষের
শাখায় বসে থাকা শুনবে পাখির সুর।

রচনাকালঃ
১৫/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

1 thought on “স্ত্রী

  1. ইন্টারেস্টিং একটি কবিতা। অভিনন্দন এবং শুভেচ্ছা রইলো কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।