স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪/৪+২
ঐ দেখো মা আকাশে তে
উড়ছে কত ঘুড়ি,
ইচ্ছে করে তেমন করে
আমিও যেন উড়ি।
নীল আকাশ ছোঁয়ার জন্য
মনে কত আশা,
পাখির সাথে গাইতে আমার
জাগে মনে ভাষা।
ছায়ার সাথে ইচ্ছে করে
লুকোচুরি খেলতে,
আকাশে তে পাখির মতো
মুক্ত ডানা মেলতে।
রচনাকালঃ
০৮/০৬/২০২১
কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল